ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বন্যায় ৭০ জনের মৃত্যু, নিখোঁজ ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১
চীনে বন্যায় ৭০ জনের মৃত্যু, নিখোঁজ ৩২

বেইজিং: টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে চীনের আট প্রদেশে কমপক্ষে ৭০ ব্যক্তি নিহত হয়েছে। এ বন্যায় আরও নিখোঁজ রয়েছে ৩২ জন।



তবে দেশটির উত্তর-পশ্চিমের শানানজি প্রদেশ ও দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশে বন্যা মারাত্মক আকার ধারণ করেছে।

এসব এলাকার নদীগুলোর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশটির সরকার এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া।

ওই সংবাদ মাধ্যমে আরও জানানো হয়, সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু হওয়া অব্যাহত বর্ষণে এ পর্যন্ত ৪০০ কোটি ১০ লাখ ডলার সমপরিমাণ সম্পদ ক্ষয়ক্ষতি।

দুর্যোগ কবলিত এলাকা থেকে প্রায় ১০ লাখ লোককে তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় দুর্যোগ হ্রাস কমিশন ও বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় জরুরিভাবে উদ্ধার ব্যবস্থা শুরু করেছে ও দুর্গত অঞ্চলে ত্রাণ পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।