দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রোভেন্স-আল্পস-কোতে দ্য’আজুর অঞ্চল ও আশপাশের ৪ হাজার হেক্টর এলাকাজুড়ে এ দাবানল ছড়িয়েছে।
বুধবার (২৬ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি ছড়িয়ে পড়া দাবানলের কারণে গত মঙ্গলবার (২৫ জুলাই) রাত থেকে কবলিত অঞ্চলের অন্তত ১০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
দাবানল নেভানোর জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) সহযোগী দেশগুলোর সহায়তা চেয়েছে ফ্রান্স।
ঘটনাস্থলে নিযুক্ত দমকলকর্মীরা বলেছেন, প্রায় সাড়ে ১৫ বর্গকিলোমিটার বা ৪ হাজার হেক্টর এলাকার জঙ্গল পুড়ছে দাবানলে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোত চেষ্টা চলছে তাদের।
এই দাবানলের প্রভাব পড়েছে দেশটির জনপ্রিয় পর্যটন স্পট স্যান্ট-ত্রোপেজে। দাবানলের ফলে ওই এলাকা থেকে পর্যটকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এইচএ/