নিউইয়র্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠেয় ভোটাভুটিতে ভেটো ক্ষমতা প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। এভাবে ভোটে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রের অভিমত।
গত বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘জাতিসংঘের উদ্যোগ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সক্ষম হবে না। আর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ব্যাপারে নিরাপত্তা পরিষদে ভেটো দেবে যুক্তরাষ্ট্র। ’
হোয়াইট হাউজের মুখপাত্র যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেছেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যেকোন উদ্যোগে ভেটো দেবো আমরা। ’
নিউইয়র্কে ওবামা-আব্বাস বৈঠকের পর হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বেন রোডস সাংবাদিকদের বলেছেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে কোন উদ্যোগে আমরা বিরোধীতা করব, প্রয়োজন হলে ভেটোও দেওয়া হবে। ’
এর আগে ওই দিন সন্ধ্যায় বৈঠক শুরুর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বলেন, ‘একটা শান্তি চুক্তিতে যেতে হলে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনায় বসা দরকার। ’
বুধবার সকালের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের প্রথম দিনে ওবামা বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন সংক্ষিপ্ত পথ নেই। বাস্তবভিত্তিক ও টেকসই শান্তির জন্য দুই দেশের মধ্যে আলোচনার কোন বিকল্প নেই। ’
অধিবেশনে ২০ মিনিটের বক্তৃতার বেশিরভাগ সময়জুড়েই ইসরায়েল-ফিলিস্তিন বিবাদ নিয়ে কথা বলেছেন ওবামা।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১