ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অনুমতি ছাড়াই জীবনী প্রকাশ: অ্যাসাঞ্জের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১
অনুমতি ছাড়াই জীবনী প্রকাশ: অ্যাসাঞ্জের প্রতিবাদ

লন্ডন: সাড়া জাগানো ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অভিযোগ করেছেন, একটি ব্রিটিশ প্রকাশনা প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই তার জীবনীগ্রন্থের খসরা প্রকাশ করেছে। প্রতষ্ঠিানটি তার সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।



ব্রিটেনের এডিনবার্গ ভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান ক্যানোনগেট জানিয়েছে, ওই বইটি বিভিন্ন দোকানে এবং অনলাইনে বিক্রি করা হবে।

কিন্তু অ্যাসাঞ্জ বলছেন, তার লেখা এখনও শেষ হয়নি আর বইটির ভুল-ভ্রান্তিও পরীক্ষা করা হয়নি। তার দাবি, প্রকাশনা প্রতিষ্ঠানটি ভুলে ভরা একটা খসরা প্রকাশের মাধ্যমে ব্যবসায় লাভ করার চেষ্টা করছে।

অপরদিকে ক্যানোনগেটের দাবি, ওই বইটি অ্যাসাঞ্জ অন্যকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। কিন্তু পরে তিনি সরে পড়েন এবং চুক্তি বাতিল করার চেষ্টা করেন।

বইটি প্রকাশের জন্য অগ্রীম অর্থও দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

এ বিষয়ে এক বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, ‘ক্যানোনগেটের এই কাজ অবৈধ আর এটা তথ্য পাওয়ার স্বাধীনতার নীতির মধ্যেও পড়ে না। প্রকাশনা প্রতিষ্ঠানটিকে সুযোগ-সন্ধানী বলে আখ্যা দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ক্যানোনগেট জানায়, ‘২০১১ সালের ৭ জুন সারা বিশ্বের ৩৪টি প্রকাশনা প্রতিষ্ঠান এই বইটি প্রকাশে আগ্রহ দেখিয়েছে। অ্যাসাঞ্জ আমাদের বলেছেন, তিনি তার চুক্তি বাতিল করতে চান। ’

ওই বইটিতে নিজ দেশ অস্ট্রেলিয়াতে অ্যাসাঞ্জের বেড়ে ওঠা, কম্পিউটারে হাতেখড়ি এবং হ্যাকিংয়ের মাধ্যমে নানা গোপন তথ্য চুরির ঘটনা বর্ণিত আছে।

জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে অনেকটা গৃহবন্দি আছেন। যৌন নির্যাতনের একটি মামলায় কয়েক মাস তাকে লন্ডনে আটক করা হয়। পরে ওই মামলার বিচারের জন্য তাকে সুইডেনে হস্তান্তর করার নির্দেশের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।