ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতি প্রতিরোধের টিপস নিতে আন্নার কাছে পাকিস্তানি প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১
দুর্নীতি প্রতিরোধের টিপস নিতে আন্নার কাছে পাকিস্তানি প্রতিনিধি দল

নয়াদিল্লি: ভারতে দুর্নীতির বিরুদ্ধে সাম্প্রতিক গণআন্দোলনের নায়ক সমাজ কর্মী আন্না হাজারের সঙ্গে সাক্ষাত করেছে একটি পাকিস্তানি প্রতিনিধি দল। নিজেদের দেশে দুর্নীতি প্রতিরোধের উপায় বের করার জন্য হাজারের পরামর্শ  চাইতে তারা ভারত এসেছেন বলে জানা গেছে।



বৃহস্পতিবার মহারাষ্ট্রের র‌্যালেগাঁও সিদ্ধিতে নিজ বাসভবনে ওই প্রতিনিধি দলকে স্বাগত জানান হাজারে।

সারহাদ নামে একটি এনজিও’র আয়োজনে হাজারের সঙ্গে একটি বৈঠক করেছে ওই প্রতিনিধি দল। দলের একজন সদস্য বিচারপতি জাহিদ সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে আমরা আন্নার সহযোগীতা চাই। ’

জবাবে আন্না বলেছেন, তার শারীরিক অবস্থা ভাল নয়। তবে সুস্থ হলে কোন একদিন পাকিস্তান সফরের আশ্বাস দিয়েছেন তিনি।

একটি শক্তিশালী দুর্নীতিবিরোধী আইন প্রণয়নের দাবিতে গত মাসে আন্না হাজারের টানা ১২ দিনের অনশন ভারতসহ বিশ্ব গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। রাজধানী নয়াদিল্লিতে ওই অনশনকালে ভারতজুড়ে হাজার হাজার মানুষ তাকে সমর্থন জানিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।