জেরুজালেম: ফিলিস্তিনের শান্তি আলোচনার জ্যেষ্ঠ আলোচক নাবিল শাথ বলেছেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে জাতিসংঘে ভোটাভুটিতে যাওয়াই এই অঞ্চলে সহিংসতা বন্ধের একমাত্র বিকল্প। ’ জাতিসংঘের উদ্যোগই ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে বলে মত দেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে যোগ দিতে এসে একটি আলাদা সংবাদ সম্মেলনে শাথ বলেন, ‘সহিংসতার একমাত্র বিকল্প জাতিসংঘ। এটা আমাদের এবং ইসরায়েলিদের জন্য খুবই মূল্যবান বিষয় হবে। আমাদের নতুন নায়ক, গান্ধী, ম্যান্ডেলা ও মার্টিন লুথার কিং। ’
তিনি আরও জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আাগমী শুক্রবারে উত্থাপন করা হবে। এর পর এটি সাধারণ পরিষদে যাবে।
স্বীকৃতির দাবিতে জাতিসংঘে যাওয়ার উদ্যোগকে তাদের অহিংস কৌশল বলে বর্ণনা করেছেন শাথ। তিনি বলেন, ‘আমরা কোন মাফিয়া বা আল কায়েদার মতো সংগঠনে যোগ দিতে চাচ্ছি না। আমরা শুধু জাতিসংঘের সদস্য পদ চাচ্ছি। এটা আমাদের ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। ’
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতায় বলেন, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না চেয়ে সমস্যা সমাধানে ফিলিস্তিনকে বরং আলোচনায় যেতে হবে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১