ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিকিমে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এক লাখ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১
সিকিমে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এক লাখ কোটি রুপি

গ্যাংটক: ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দিয়ে চারদিন আগে বয়ে যাওয়া ৬.৮ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিম রাজ্য। উদ্ধার ও ত্রাণ সহায়তা টিম এখনও ক্ষতিগ্রস্ত দূরবর্তী অঞ্চলগুলোতে পৌঁছাতে পারেনি।

ওই সব এলাকায় হাজার হাজার মানুষ এক প্রকার বন্দি জীবন যাপন করছে।

বৃষ্টি এবং ভূমিধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। খারাপ আবওহাওয়ার কারণে হেলিকপ্টারও নামতে পারছে না।

সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চ্যামলিং বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ কোটি রুপির কম হবে না। আমরা মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করার চেষ্টা করছি। দশ দিনের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দেওয়া হবে। ’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুননির্মাণের জন্য কমপক্ষে এক মাস সময় লাগবে। উত্তর সিকিমে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে আশপাশের নয়টি গ্রাম একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ’

নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে ৭০০ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। খাদ্য ও চিকিৎসা সহায়তা দিতে কর্তৃপক্ষ কমপক্ষে ১০০টি ত্রাণকেন্দ্র খুলেছে।

বুধবার কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী গ্যাংটক সফর করেছেন। এসময় তিনি একটি হাসপাতালও পরিদর্শন করেন। ভূমিকম্প বিধ্বস্ত উত্তর সিকিমে আকাশ পথে একটি জরিপও করেছে তিনি।

এদিকে, ভূমিকম্পে বিভিন্ন এলাকা মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জন। এর মধ্যে শুধু সিকিমেই মারা গেছে ৫৭ জন। পার্শ্ববর্তী বিহার ও পশ্চিমবঙ্গেও হতাহাতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।