ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ২ অস্ট্রেলিয়ান সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
আফগানিস্তানে ২ অস্ট্রেলিয়ান সেনা নিহত

সিডনি: আফগানিস্তানে বোমা বিস্ফোরণে দুই অস্ট্রেলিয় সেনা নিহত হয়েছে। কর্তৃপক্ষ শনিবার একথা জানান।

সেনা নিহতের খবর এমন সময় এলো যখন দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্টিত হচ্ছে। প্রধান দুই প্রার্থীই আফগানের পক্ষে তাদের অবস্থান জানিয়েছেন।

শুক্রবার টহল দেওয়ার সময় রাস্তার পাশে পুঁেত রাখা বোমা হামলায় ২ অস্ট্রেলিয়ান সেনা নিহত ও দুইজন আহত হয়েছেন। এই মৃত্যুর ঘটনায় আফগানিস্তানে অস্ট্রেলিয়ার ২০ জন সেনা নিহত হয়েছে। সরকারি ভাবে শনিবার এ তথ্য জারিয়েছে।


অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জন ফকনার সাংবাদিকদের  বলেন, ‘গতকাল (শুক্রবার) আমরা দুইজন সেনা সদস্য হারিয়েছি। তারা যে কাজ করত তা ছিল কঠিন এবং বিপদজনক’।

শুক্রবার রাস্তার পাশে পেতে রাখা বোমার হামলায় দুই জন সেনা নিহত হয়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার এক হাজার ৫৫০ জন সেনা বর্তমানে আফগানিস্তানের উরুজগান প্রদেশে কর্মরত রয়েছেন।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।