নিউ ইয়র্ক: ২৪ ঘণ্টার মধ্যেই পৃথিবীতে আঘাত হানছে বাতিলকৃত ছয় টন ওজনের নাসা স্যাটেলাইট। পৃথিবীর দিকে ধেয়ে আসা স্যাটেলাইটটি ঠিক কোথায় আঘাত হানবে তা নিশ্চিত বলতে পারছেন না বিশেষজ্ঞরা।
তবে নাসা আপার অ্যাটমোসফেয়ার রিসার্চ স্যাটেলাইট বলছে যে, ধেয়ে আসা স্যাটেলাইটটি উত্তর আলাস্কা থেকে দক্ষিণ আমেরিকার কোথাও পড়তে পারে। তবে যেকোনো মুহুর্তে এটি দিক পরিবর্তন করতে পারে।
প্রতি বছর একবার করে নাসার এরকম একটি স্যাটেলাইট পৃথিবী অভিমুখে ছুটে আসে। কিন্তু এ যাবৎ এই ঘটনায় কোনো হতাহতের খবর শোনা যায়নি।
কিন্তু লন্ডনের সায়েন্স মিউজিয়ামের মহাকাশ বিশেষজ্ঞ ডগ মিলার্ড মনে করছেন এবারের এই স্যাটেলাইটটি অন্য সববারের চেয়ে ভিন্ন। এটা ক্ষতির কারণ হতেও পারে। এ যাবৎকালে পৃথিবী অভিমুখে আসা সবগুলো স্যাটেলাইটের চেয়ে এর ওজন বেশি।
তিনি আরও বলেন, ‘স্যাটেলাইটটির আয়তন প্রায় একটি ডবল ডেকার বাসের সমান। বেশিরভাগ স্যাটেলাইটই যখন পৃথিবীতে পড়ে তখন সেটা আকৃতিতে অনেক ছোটো হয়ে যায়। কারণ তারা পৃথিবীর বায়ুমন্ডলে আসার আগেই অনেকটা পুড়ে যায়। ’
নাসা বলছে, বাতিলযোগ্য ৩২০০ স্যাটেলাইটের মধ্যে এটি একটি এবং প্রায় ২০ বছরে পুরোনো এটি।
পুরো বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন ঠিক কোথায় পড়ে স্যাটেলাইটটি।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১