ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমি মধ্যবিত্তের পক্ষের যোদ্ধা: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১
আমি মধ্যবিত্তের পক্ষের যোদ্ধা: ওবামা

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে তুমুল বাক-যুদ্ধ। অভ্যন্তরীণ দলীয় মনোনয়নের পাশাপাশি চলছে আন্ত-দলীয় বিতর্ক।

সুতরাং সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাও রিপাবলিকানদের তীর্যক সমালোচনা থেকে বাঁচতে পারছেন না।

রিপাবলিকানদের এমনি এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘আমি মধ্যবিত্তদের জন্য এক হার না মানা যোদ্ধা। ’

অহিও অঙ্গরাজ্যে সিনসিনাতির ব্রেন্ট স্পেনস ব্রিজে এক বক্তৃতায় তিনি বলেন, ‘এই সপ্তাহের প্রথম দিকে রিপাবলিকানদের যখন আমি এ বিষয়ে বলেছিলাম, তারা বলেছিল, ঠিক আছে, এটা হলো শ্রেণী সংঘাতের বিষয়। ’ আপনারা জানেন, সেটা কী?  যদি একজন বিলিয়নেয়ারকে তার জন্য নির্ধারিত কর দিতে বলা হয়। আবার মিস্ত্রি বা একজন শিক্ষককে যদি একই হারে কর দিতে হয় সেটা হবে শ্রেণী সংঘাতের বিষয়। ’

তিনি বলেন, ‘আমি অবশ্যই, মধ্যবিত্তদের জন্য একজন যোদ্ধা। মধ্যবিত্তদের জন্য সংগ্রাম করতেই আমি সুখ পাই। ’

ওবামা অবশ্য মধ্যবিত্তদের ভোটেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনী প্রতিশ্রুতিও রাখার চেষ্টা করেছেন তিনি। যেমন, স্বাস্থ্যখাতের জাতীয়করণ, সর্বশেষ বাজেটে ঋণসীমা বাড়ানো ইত্যাদি। কিন্তু সবচেয়ে গণমুখী উদ্যোগ হিসেবে স্বাস্থ্যখাতের জাতীয়করণ তিনি করতে পারেননি। বিরোধী ও বিশেষ করে বিত্তশালীদের তীব্র বিরোধীতার মুখে তা ভেস্তে গেছে।

২০০৮ সালে বৈশ্বিক অর্থনীতে ভয়াবহ মন্দার ধাক্কা সামলে উঠতে না পারায় কিছুটা চাপে আছেন ওবামা। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এক প্রকার ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তা এখন নিম্নমুখী। তাই ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচন তার জন্য সুখকর নাও হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।