ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন শিক্ষা বিভাগের বিলুপ্তি চায় রিপাবলিকানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১
মার্কিন শিক্ষা বিভাগের বিলুপ্তি চায় রিপাবলিকানরা

নিউইয়র্ক: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ এখন সরগরম। জাতীয় বিভিন্ন ইস্যুতে শুরু হয়েছে বিতর্ক।

প্রার্থিতার দৌড়ে যারা নেমেছেন তারা হরহামেশাই জড়িয়ে পড়ছেন বিতর্কে।

এমনি এক বিতর্কে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের বিলুপ্তি দাবি করলেন রিপাবলিকান প্রার্থী গ্যারি জনসন। অবশ্য বৃহস্পতিবার রাতের ওই জনসভায় এই প্রস্তাবের কারণেই নির্বাচনী প্রচারণায় প্রথম ব্যাপক করতালি পেয়েছেন তিনি।

শিক্ষা বিভাগ রাখা না রাখার ব্যাপারে প্রশ্ন করা হলে কংগ্রেসের সাবেক স্পিকার রিপাবলিকান নেতা নিউট গিনগ্রিচ বলেন, ‘আমি মনে করি, শিক্ষা বিভাগের দ্রুত বিলুপ্তিই হবে সঠিক পদক্ষেপ। ’

জনসভায় আরেক রিপাবলিকান রিক প্যারি দাতব্য এবং স্কুলের পক্ষে কথা বলেন। এরপর অপর রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনির দিকে তাকিয়ে বলেন, ‘এই মঞ্চে একজন প্রার্থীই আছেন যিনি প্রেসিডেন্ট পদের দৌড়ে সবার ওপরে। ’

জবাবে রমনিও সরস মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভাল বলেছ’।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।