ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন গোয়েন্দা উপগ্রহ পাঠাল জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১
নতুন গোয়েন্দা উপগ্রহ পাঠাল জাপান

টোকিও: নতুন একটি কৃত্রিম গোয়েন্দা উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে জাপান। শুক্রবার উৎক্ষিপ্ত উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে সক্ষম হয়েছে।



কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাত্র হামলার অব্যাহত হুমকি মোকাবেলায় জাপানের নজরদারি বাড়ানোর সর্বশেষ উদ্যোগ এটি।

তারা জানান, স্থানীয় সময় শুক্রবার দুপুর দেড়টায় দক্ষিণ-পশ্চিম জাপানে তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে একটি জাপানি এইচ-২এ রকেটে করে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। ওই উপগ্রহটিতে আছে তথ্য সংগ্রহের অপটিক্যাল সিস্টেম।

এই নতুন উপগ্রহটিতে রয়েছে, আলোক সংবেদনশীল ডিভাউস যা প্রায় ৫০০ কিলোমিটার উপর থেকে ভূমিতে যে কোন বস্তু চিহ্নিত করতে পারবে।

১৯৯৮ সালে প্রশান্ত মহাসাগরে জাপানের একটি দ্বীপপুঞ্জের উপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ফেলার পর গোয়েন্দা তথ্য সংগ্রহের মতো কৌশল উদ্ভাবনের পরিকল্পনা হাতে নেয় জাপান সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই গোয়েন্দা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এর পর ২০০৯ সালের এপ্রিলে তায়েপোদং-২ নামে আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা আনুমানিক ৬ হাজার ৭০০ কিলোমিটার।

মহকাশে উপগ্রহ পাঠানো প্রকল্পের আওতায় ২০০৩ সালের পর এবার ৭তম বারের মতো কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করল জাপান।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।