নিউইয়র্ক: নাসার বাতিল করে দেওয়া উপগ্রহ ইউএআরএস পৃথিবীপৃষ্ঠে আঘাত হেনেছে। শনিবার সকালে এ খবরের সত্যতা স্বীকার করেছে নাসা কর্তৃপক্ষ।
দ্য আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ স্যাটেলাইটি (ইউএআরএস) শুক্রবার রাত ১১টা ২৩ মিনিট থেকে শনিবার ১টা ৯ মিনিটের মধ্যে যেকোনও এক সময়ে পৃথিবীতে আছড়ে পড়েছে।
এদিকে ইউএআরএস এর ওয়েবসাইটে বলা হয়, ‘মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে যে উপগ্রহটি প্রশান্ত মহাসাগরেই পড়েছে। তবে ঠিক কয়টার সময় তা পড়েছে তা এখনও সঠিক জানা যায় নি। ’
যদিও এর আগে নাসা বলেছিল যে, শুক্রাবারই উপগ্রহটি পৃথিবীতে পড়বে।
তবে ধারনা করা হয়েছিল যে, কানাডা অথবা আফ্রিকার কোথাও উপগ্রহটি পড়ে থাকতে পারে এবং এতে ক্ষতির আশংকা কম। কারণ বেশিরভাগ উপগ্রহই ভূপাতিত হওয়ার আগেই পুড়ে ছাই হয়ে যায়।
নাসার মুখপাত্র স্টিফেন কোল ওয়াশিংটন ডিসিতে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আসল উপগ্রহটি অনেক বড়। কিন্তু সেটা যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে তা ক্রমেই অনেক ছোটো হয়ে আসে। পৃথিবীতে আসতে আসতে উপগ্রহটি অনেকটাই পুড়ে যায় এবং খণ্ড-বিখণ্ড হয়ে যায়। উপগ্রহটির খন্ডাংশগুলো যদি সাগরে পড়ে যায় তাহলে তা সাগরেই চলে গেল। ’
এবিষয়ে নাসার অরবিটাল ডেবরিস বিজ্ঞানী মার্ক ম্যাটনে বলেন, ‘বিগত ২৪ ঘণ্টায় মহাকাশযানটিতে কিছু একটা ঘটেছিল। তা না হলে সময়ের হেরফের হওয়ার কথা নয়। ’
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১