আলজিয়ার্স: গাদ্দাফি সুস্থ আছেন এবং বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। শুক্রবার গাদ্দাফি কন্যা আয়শা গাদ্দাফি এক অডিও বার্তায় এ বক্তব্য দিয়েছেন।
এর আগে একমাস আগে আয়শা গাদ্দাফি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে জনসমক্ষে এক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষনে তিনি গাদ্দাফি অনুগত বাহিনীকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছিলেন।
শুক্রবার সিরিয়াভিত্তিক আল রাই টেলিভিশনে আয়শা চার মিনিট ব্যাপী এই বক্তব্য প্রদান করেন। বিদ্রোহীরা ত্রিপোলি বিজয়ের পর আল রাই টেলিভিশন গাদ্দাফি প্রশাসনের বক্তব্য প্রচারের মূল মুখপাত্র হিসেবে দাড়িয়েছে।
আয়শা তার মা এবং দুই ভাই নিয়ে গত আগস্ট মাসের শেষের দিকে লিবিয়া ছেড়ে আলজেরিয়াতে চলে যায়। যদিও এখন পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফি কোথায় আছেন তা অজানা।
অডিও বার্তায় আয়শা আরও বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, তিনি(গাদ্দাফি) সুস্থ আছেন। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে এবং উদ্যমের সঙ্গে তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। ’
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১