ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিন নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সোমবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১
ফিলিস্তিন নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সোমবার

নিউইয়র্ক/জাতিসংঘ: স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য ফিলিস্তিনের দাবির বিষয়ে আগামী সোমবার বিকেলে আলোচনায় বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

পরিষদের বর্তমান সভাপতি জাতিসংঘে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নওয়াফ সালাম  শুক্রবার এ কথা জানিয়েছেন।



তিনি সাংবাদিকদের জানান, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছ থেকে ফিলিস্তিনের ওই আবেদন পত্রটি পাওয়ার পর নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
সালাম বলেন, ‘আমি চিঠিটি সবাইকে দিয়েছি এবং আগামী সোমবার বিকেল ৩টায় এ বিষয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করেছি। ’

তবে, অনেক আগে থেকেই যুক্তরষ্ট্রের ভেটো দেওয়ার ঘোষণার কারণে এই আলোচনা কয়েক সপ্তাহ ধরেও চলতে পারে বলে অনেকে মনে করছেন।

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পেতে হলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের সমর্থন দরকার হবে। এবং কোন স্থায়ী সদস্যের ভেটো দেওয়া যাবে না।

তবে নিরাপত্তা পরিষদের ছয় সদস্য ইতোমধ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। এদের মধ্যে রয়েছে, চীন, ব্রাজিল, ভারত, লেবানন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

অপরদিকে বসনিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, গ্যাবন, নাইজেরিয়া ও পর্তুগাল এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি।

কলম্বিয়া জানিয়েছে, তারা ভোট দানে বিরত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।