শুক্রবার (২৫ আগস্ট) রাতের এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করছেন দেশটির দায়িত্বশীলরা। তবে হামলার পর পুলিশের গুলিতে নিহত হন ওই হামলাকারী।
ওই মুখপাত্র আরও জানান, হামলায় দুজন সদস্যই সামান্য আহত হন। হামলাকারী পুলিশের কাছে আগে থেকেই ক্ষুদ্র অপরাধের জন্য চিহ্নিত ছিলো, সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র আছে বলে নয়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বেলজিয়ামে সবশেষ ২০১৬ সালের মার্চে এয়ারপোর্টে সন্ত্রাসী হামলা হয়, যাতে ৩১ জন প্রাণ হারায়।
এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিখেল টুইট করেছেন, আমাদের সামরিক বাহিনীর জন্য সব সমর্থন। আমাদের নিরাপত্তা বাহিনী সতর্ক থাকবে। আমরা পুরো পরিস্থিতি গভীরভাবে অনুসরণ করছি।
হামলার সঙ্গে আইএস এর কোনো সংযোগ আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এএ