ওয়াশিংটন: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইউরোপের ঋণসংকট মোকাবেলার জন্য আরও কয়েক শত কোটি পাউন্ড অতিরিক্ত অর্থ দরকার। এজন্য ব্রিটেনসহ অন্য সদস্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করতে হতে পারে।
তিনি বলেন, ‘অর্থনৈতিক দেউলিয়াত্বের জন্য জরুরি তহবিলে যে ২৪ হাজার ৮০০ কোটি পাউন্ডের তহবিল নির্ধারণ করা আছে তা বর্তমানে সংকটের মধ্যে পড়া রাষ্ট্রগুলোকে সহায়তার জন্য যথেষ্ট নয়। ’
চলতি সপ্তাহে আইএমএফ‘র পরিচালনা পর্ষদের সদস্যদের দেওয়া একটি নথিতে লাগার্দে বলেছেন, ‘তহবিলের নির্ভরযোগ্যতা এবং কার্যকারীতা নির্ভর করে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে এর সক্ষমতার ওপর। আমাদের সর্বোচ্চ সক্ষমতার ৪০ হাজার বিলিয়ন ডলার আজকে যথেষ্ট মনে হচ্ছে। কিন্তু অর্থনৈতিকভাবে দূর্বল ও সংকটের মধ্যে পতিত দেশগুলোর জন্য সম্ভাব্য অর্থনৈতিক সহায়তার জন্য তা মোটেও যথেষ্ট নয়। ’
নিজেদের সংকট মুহূর্তের তহবিলের আকার বাড়াতে ইউরোপীয় কর্মকর্তারা উদ্যোগ নিচ্ছেন- এমন খবরের পরই আইএমএফ প্রধানের পক্ষ থেকে এমন পরামর্শ আসল। কর্মকর্তারা চাচ্ছেন, ইউরোপিয়ান ফিনানসিয়াল স্ট্যাবিলিটি ফ্যাসিলিটি (ইএফএসএফ) তহবিল ৪৪ হাজার কোটি ইউরো থেকে বাড়িয়ে ৩ লাখ কোটি ইউরো করা হোক।
তহবিলের আকার বাড়ানোর এই উদ্যোগ বর্তমান ও ভবিষ্যতে গ্রিকসহ ইউরো জোনে অর্থনৈতিক সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তাদের এই উদ্যোগটি প্রস্তাব আসে সম্প্রতি ওয়াশিংটনে আইএমএফ’র বার্ষিক সভায়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১