ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে সিআইএ স্টেশনে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১
কাবুলে সিআইএ স্টেশনে হামলা, নিহত ২

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি স্টেশনে হামলায় এক মার্কিন নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার আফগান কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।



কর্মকর্তারা জানান, হামলাটি হয়েছে রোববার দিবাগত রাতে। ওই স্থানটিকে সিআইএ স্টেশন হিসেবে ব্যবহার করা হলেও আগে আরিয়ানা হোটেল নামে পরিচিত ছিল।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ একটি কার্যালয়ে হামলার ঘটনাটি ঘটল কাবুলে মার্কিন দূতাবাসে হামলার মাত্র দুই সপ্তাহ পরে। দূতাবাসে ওই হামলায় ২৫ জন নিহত হয়েছিল।

তবে সিআইএ হামলার সঠিক কারণ বা উদ্দেশ্য জানা যায়নি। আর এ হামলার দায়ও কেউ স্বীকার করেনি। আফগানিস্তানে সিআইএ কর্মকর্তারা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকার পরও এমন হামলার ঘটনা ঘটল কীভাবে সে বিষয়টিও ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। এছাড়া, স্থানটি মার্কিন দূতাবাস ও ন্যাটোর সামরিক ঘাঁটির একেবারে কাছাকাছি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, একজন বন্দুকধারী ওই স্টেশনের সামনে এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে।

আফগানিস্তানের গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে, তারা রাতে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে যা ১০ মিনিট স্থায়ী ছিল।

প্রসঙ্গত, এ সপ্তাহের প্রথম দিকে রাজধানী কাবুলে একটি আত্মঘাতী হামলায় আফগানিস্তানের শান্তি পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বুরহানুদ্দিন রাব্বানি নিহত হন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।