ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুন নিশাতের আঘাতে বিধ্বস্ত ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১
টাইফুন নিশাতের আঘাতে বিধ্বস্ত ফিলিপাইন

ম্যানিলা: ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ‘নিশাত’ সোমবার আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঝড়ে কমপক্ষে একজন নিহত এবং চারজন নিখোঁজ রয়েছেন।



ঝড়ে দেশটির রাজধানী ম্যানিলার কাজকর্ম বস্তুত স্থবির হয়ে পড়েছে। শহরের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দেশটিতে বন্যা দেখা দিয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় নিশাতের প্রভাবে ফিলিপাইনের শেয়ার বাজার এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
    
ঝড়ের পূর্বাভাস পেয়ে আলবে প্রদেশ থেকে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসি সূত্রে জানা যায়, ঝড়ো হাওয়া ও বৃষ্টিসহ ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে নিশাত বয়ে যাচ্ছে লুজন দ্বীপের ওপর দিয়ে। দেশটির অর্ধেকেরও বেশি মানুষ লুজন দ্বীপে বাস করে।

দেশটির বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এছাড়া সরকার স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়সহ সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফিলিপাইনের সরকার ঝড়ের সময় জনগণকে ঘরের বাইরে না বেরোনোর আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রীয় প্রদেশের কাটানডুয়ানস্ নদীতে ডুবে একটি শিশু এবং উত্তাল সাগরে নৌকা ডুবে চারজন মাঝি নিখোঁজ রয়েছেন।

তবে ধারণা করা হচ্ছে, ঝড়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়া আরও ৫০ জন মাঝিকে নৌকা ডুবে যাওয়ার পর সমুদ্র থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, দু’বছর আগে ফিলিপাইনে ঘূর্ণিঝড় কেটসানা’র আঘাতে ৪০০ জনের বেশি লোক মারা যায়।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।