ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৩৮স্কুল ছাত্র নিহত, আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১
পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৩৮স্কুল ছাত্র নিহত, আহত ৭০

ইসলামাবাদ: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সোমবার রাতে একটি বাস উল্টে গেলে কমপক্ষে ৩৮ছাত্র নিহত এবং ৭০ জন আহত হয়েছে। ওই বাসটিতে ছাত্র-শিক্ষকসহ মোট ১০৫ জন যাত্রী ছিল।



স্কুলছাত্র ভর্তি ওই বাসটি পাঞ্জাব প্রদেশ থেকে বনভোজন শেষে ফিরছিল। দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সন্ধ্যা সাড়ে সাতটায় ওই বাসটি রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর সংযোগ সড়কের কাছে ফয়সালাবাদ শহরে উল্টে গেলে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।

 ট্রাফিক পুলিশের একজন মুখপাত্র জানান, রাজধানী ইসলামাবাদ থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণে কালার কাহার নামক স্থানের কাছে মোড় নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

নিহতদের বেশিরভাগই ছাত্র। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। নিহতদের মধ্যে স্কুলের অধ্যক্ষ এবং কয়েকজন শিক্ষক ও রয়েছেন।

হাসপাতালের সূত্রগুলো বলছে, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং এ সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে নিয়ন্ত্রণ হারানোর কারণেই ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্কুল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০৫ জন লোক ভর্তি করে কেন ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে তা খতিয়ে  দেখা হবে।    

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।