সিডনি: সশস্ত্র বাহিনীতে মেয়েদের যেসব ভূমিকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
ফলে, দক্ষ নারী সেনারা এখন থেকে বিশেষ বাহিনী এবং অগ্রগামী সৈনিকের (কমব্যাট) ভূমিকা পালনের ক্ষেত্রে কোন বাধা থাকল না।
প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথ বলেন, শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু এটা বাস্তবায়নে পাঁচ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে।
সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত অপরিপক্ক এবং জনগণের দৃষ্টি আকর্ষণের কৌশল মাত্র। কানাডা, নিউজিল্যান্ড এবং ইসরায়েলে এরই মধ্যে নারীরা সেনাবাহিনীর সব ভূমিকা পালন করতে পারে।
আফগানিস্তানের ন্যাটো বাহিনীতে ১৫ হাজার সেনাসহ অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর পূর্ণকালীন সদস্য সংখ্যা মোট ৫৯ হাজার।
বর্তমানে নারীরা গোলন্দাজ ভূমিকাসহ (অস্ত্র চালনা) প্রায় ৯৩ ভাগ ভূমিকা পালন করতে সক্ষম হয়। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে সেনা হিসেবে মেয়েরা বাকি ৭ভাগ দায়িত্বও পালনে সক্ষম হবেন।
যেহেতু তারা মানসিক এবং শারীরিকভাবে উপযুক্ত। স্মিথ বলেন, অস্ট্রেলিয়ার সমাজ ব্যবস্থায় যে, লিঙ্গ ভিত্তিক বৈষম্য নেই এই উদ্যোগ সেটাই প্রমাণ করে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১