ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যহীন পাকিস্তানকে সব ধরনের সহায়তা বন্ধের প্রস্তাব করে টেক্সাস অঙ্গরাজ্যের টেড পো নামের একজন সাংসদ কংগ্রেসের নিন্মকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) একটি প্রস্তাব তুলেছেন।
এই প্রস্তাব পাশ হলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পরমাণু অস্ত্রের নিরাপত্তা বজায় রাখে এই ধরনের সহায়তা ছাড়া সব সহায়তা বন্ধে হয়ে যাবে।
কংগ্রেসম্যান টেড পো গত শুক্রবার এই প্রস্তাব উত্থাপন করে বলেন, ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই পাকিস্তান যে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যহীন, কপট এবং বিপদজনক তা প্রমাণিত হয়ে আসছে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভের বৈদেশিক কমিটির একজন সদস্য পো বলেন, ‘তথাকথিত বন্ধুত্বের নামে পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার সাহায্য নিচ্ছে। একই সময়ে যে জঙ্গিরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে তাদেরকে তারা সমর্থন করছে। যুক্তরাষ্ট্রের অবশ্যই অতি শিগগিরই পাকিস্তানকে সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়া উচিৎ। দু:খজনক হলেও সত্যি পাকিস্তান সত্যিকারভাবেই তা করে যাচ্ছে। ’
যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাবটি বিদেশ বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। কংগ্রেসের কমিটি প্রস্তাবটি অনুমোদন করলে এটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভের কাছে পাঠানো হবে।
দুসপ্তাহ আগে কাবুলে মার্কিন দূতাবাস এবং অন্যান্য স্থাপনায় আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের হামলায় কমপক্ষে ৭০জন ন্যাটো সেনা আহত হয়।
এরই পরিপ্রেক্ষিতে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ মাইক মুলেন পাকিস্তান সরকারকে দায়ী করে বলেন, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সম্পর্ক রয়েছে।
এর আগে রোববার দেশটির প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার কথা বলে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১