ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১
রাশিয়ায় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী নিয়োগ

মস্কো: রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দেশটির ভারপ্র্রাপ্ত  অর্থমন্ত্রী হিসেবে আন্তন সিলিউয়ানভের নাম  ঘোষণা করেছেন।

আন্তনের নাম ঘোষণা করে পুতিন বলেন, প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের সঙ্গে আলোচনা করেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

 

এর আগে, সাবেক অর্থমন্ত্রী অ্যালেক্সিই কুরদিন দেশটির প্রেসিডেন্ট  দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগ করেন।

মেদভেদের সঙ্গে তিনি মন্ত্রী পরিষদে বসবেন না প্রকাশ্যে এমন ঘোষণা দেওয়ার পরপরই কুরদিন পদত্যাগ করলেন। তিনি আরও বলেন, আগামী বছর পুতিনের সঙ্গে তিনি দায়িত্ব পালন করবেন।

বৈশ্বিক মন্দার সময়ে দেশটির অর্থনৈতিক সিস্থিশীলতা বজায় রাখার ক্ষেত্রে  কুরদিনের ব্যাপক ভূমিকা রয়েছে।

গত রোবরার দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০১২ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের নাম ঘোষণা করেন। পুতিনও এতে সায় দেন।

কিন্তু ওয়াশিংটনে অবস্থানকালে সাবেক অর্থমন্ত্রী কুরদিন বলেন, তিনি মেদেভেভের এই প্রস্তাবের সঙ্গে একমত নন। এই কথার জের ধরেই তিনি মেদভেদেভের রোষানলে পড়েন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।