ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে ভবন ধস, আটকা পড়েছে ২০ জন

অন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১
দিল্লিতে ভবন ধস, আটকা পড়েছে ২০ জন

নয়াদিল্লি: ভারতের রাজধানী নয়াদিল্লির জামে মসজিদের সামনে চাঁদনী মহল এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে বলে সেদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করেছে।

ধারণা করা হচ্ছে এ ভবন ধসের ঘটনায় কমপক্ষে ২০-২৫ জন আটকা পড়েছে।



ধ্বংসস্তুপ থেকে ইতিমধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে।

চাঁদনী মহল এলাকার পুলিশ স্টেশনের পাশে ধসে পাওয়া ৮৩৩ নম্বর ভবনটি ছিল প্রতœতাত্বিক নিদর্শনের অংশ।

প্রতক্ষ্যদর্শী সোয়েব ইকবার বলেন, ভবনের পাশে নির্মাণ কাজ চলছিল। ভবনটির পাশে খনন কাজ করার কারণে সেটি ধসে পড়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।