ত্রিপোলি: লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নিজ শহর সির্তে দেশটির বিদ্রোহীদের নিয়ন্ত্রিত জাতীয় অর্ন্তবর্তী পরিষদের (এনটিসি) সেনাদের সঙ্গে গাদ্দাফি অনুগত বাহিনীর প্রচন্ড লড়াই চলছে।
সির্তে শহরে গাদ্দাফি অনুগত সেনাদের কাছে বিদ্রোহী সেনারা ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।
দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বের সির্তে হাজার বেসামরিক লোক রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা এজেন্সিগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সির্তে গাদ্দাফির জন্ম শহর।
বানিওয়ালিদের পাশপাশি এই শহরেও গাদ্দাফির ব্যাপক সমর্থন রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শত শত এনটিসি সেনা সির্তের ভিতরে রয়েছে। কিন্তু গাদ্দাফি অনুগত সেনারা শহরের কেন্দ্রের দিকে আছে এবং তারা গুপ্ত হামলা চালাচ্ছে।
আহম্মেদ সালেহ নামে এনটিসির একজন যোদ্ধা বার্তা সংস্থা রয়টার্সকে জনান, ‘গাদ্দাফি অনুগত সেনারা ব্যাপক হারে গুপ্ত হামলা চালাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আমরা এদের হাত থেকে মুক্তি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে সির্তের সামনের দিকে এগোনো একটু কঠিন হবে। ’
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১