স্থানীয় সংবাদমাধ্যম সোমবার (১১ সেপ্টেম্বর) জানিয়েছে বন্দি হওয়া বিদেশি নারীদের বেশিরভাগই রাশিয়া, তুরস্ক ও মধ্য এশিয়ার। কিছু আছে ইউরোপীয়ও।
ইরাকি গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, আটক বিদেশি নারী ও তাদের সন্তানদের জাতীয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তবে বেশিরভাগ নারীরই আসল কোনো নথিপত্র মিলছে না।
মসুলসহ ইরাকের বেশ কিছু এলাকা থেকে গত কয়েকমাসে আইএসকে নির্মূল করেছে দেশটির সামরিক বাহিনী। ক্রমেই নির্বিষ হয়ে আইএস এখন সিরিয়ার দিকে কোণঠাসা হয়ে পড়ছে। ইরাকি সামরিক বাহিনী ক্রমান্বয়ে পুরো দেশকে গোষ্ঠীটিকে নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এইচএ/