ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে গুলি করে যুদ্ধবিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
ইয়েমেনে গুলি করে যুদ্ধবিমান ভূপাতিত

সানা: সরকার বিরোধী আন্দোলনের উত্তাল ইয়েমেনের একটি সরকারি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে সশস্ত্র উপজাতিরা। রাজধানীর সানার উত্তরাঞ্চলে ওই বিমানটি থেকে উপজাতি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।



স্থানীয় উপজাতি সূত্র জানিয়েছে, আরহাবের নিকটে বিমান বিধ্বংসী বন্দুক দিয়ে একটি জেট জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে। এ এলাকায় উপজাতি যোদ্ধার এলিট রিপাবলিকান গার্ডের সঙ্গে যুদ্ধ করছে।

গত রোববার থেকেই ইয়েমেনি সরকার এই অঞ্চলকে বিমাল হামলার লক্ষ্য নির্ধারণ করেছে। এদিন এখানে একটি সামরিক ঘাঁটিকে উপজাতিদের হামলায় ৭ জন সেনা নিহত হওয়ার পর সরকার এ অভিযান শুরু করেছে।

ইয়েমেনের প্রতিরক্ষা কর্মকর্তারা বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে।

উপজাতিদের সিরিয়ার সরকারের শীর্ষস্থানীয় বিরোধী নেতা জেনালেল আলি মোহসেন আল-আহমারের মিত্র বলে মনে করা হয়। এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে তারা প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহির অনুগত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।