নিউইয়র্ক: ইউরোপীয় দেশগুলো সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। চীন ও রাশিয়ার মতো প্রভাবশালী দুই শক্তির অমতের কারণেই শেষ পর্যন্ত এই পিছু হটা বলে মনে করা হচ্ছে।
তবে তারা জাতিসংঘে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের নতুন প্রস্তাব নিয়ে এসেছে।
যুক্তরাষ্ট্রের সমর্থনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং পর্তুগালের উদ্যোগে প্রস্তুত এই নতুন প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে, দমনপীড়ন বন্ধ না হলে বাশার সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
আগের প্রস্তাবের বিরোধিতা করায় এবারের প্রস্তাবে চীন ও রাশিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমা কূটনীতিকরা বলছেন, এ সপ্তাহের শেষ দিকে এ ব্যাপারে ভোটাভুটির পরিকল্পনা আছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে পাওয়া কপি থেকে জানা গেছে, খসড়া প্রস্তাবে সব ধরনের সহিংসতা বন্ধ করার দাবি জানানো হয়েছে।
গত আগস্টে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পর্তুগাল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার পরিবার এবং ঘনিষ্ট সহযোগীদের ওপরে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি খসড়া অনুমোদন করেছিল।
কিন্তু রাশিয়া এবং চীন এই প্রস্তাবের বিরোধিতা করে নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়া, বর্তমান বিশ্বের প্রধান উদীয়মান শক্তি ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাও এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১