কায়রো: মিশরের একটি আদালত বুধবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক সরকারের তথ্যমন্ত্রী আনাস আল-ফেকিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন।
সরকারের তহবিল তছুরপাত করার অভিযোগে তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও ও টেলিভিশনে জানানো হয়েছে, ফেকির বিরুদ্ধে সরকারি তহবিলের ইচ্ছাকৃত অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।
একই অভিযোগে রাষ্ট্রীয় টেলিভিশনের সাবেক প্রধান ওসামা আল-শাইখকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া মোবারক সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই দু’জন সর্বশেষ ব্যক্তি।
চলতি মাসের প্রথম দিকে ফেকির বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতির কারণেই মিশরের জনগণ বিক্ষোভ শুরু করে। নজিরবিহীন গণবিক্ষোভে গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন হোসনি মোবারক। এর পর যথা শিগগির সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশটির ক্ষমতা নিয়েছে সেনা বাহিনী।
প্রসঙ্গত, মিশরে গণবিক্ষোভের সময় পরিকল্পিত হত্যা ও হত্যা নির্দেশের অভিযোগে মোবারক এবং তার দুই ছেলে আলা ও গামালকে আটক করা হয়েছে। তারা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। যদি তারা দোষী প্রমাণিত হন তাহেল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন আদালত।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১