নয়াদিল্লি: ‘গাড়ি (মোটরাইজড থ্রি হুইলারস) দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের তো আয় কম, তাই পেট্রোল ভাতা দিতে হবে।
ভারতের শারীরিক প্রতিবন্ধী যুবকেরা বুধবার গাড়ি পাওয়ার পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর কাছে এই দাবি করলেন।
রাজীব গান্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ২২৬ জন যুবককে মোটরচালিত তিন চাকার যান বিতরণ করা হয়।
মহারাষ্ট্র থেকে আসা ৩৫ বছর বয়সী প্রভাকর প্রসাদ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর কাছে পেট্রোল ভাতা চেয়ে বলেন, ‘এখন আমাদের পেট্রোল ভাতা দরকার। ’ রাহুল প্রসাদকে আশ্বাস দিয়ে বলেন, ‘আমি এটা খতিয়ে দেখব। ’
জম্মু থেকে আসা সুশীল রাহুলকে জানান, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, এজন্য গাড়ি চালাতে হলে তাদের পেট্রোল ভাতা দরকার।
বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১