সংবাদমাধ্যম জানায়, পাতাল রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনের মুখ দগ্ধ হয়েছে। শুক্রবার সকালে ব্যস্ত সময়ে ওই বিস্ফোরণের পর ট্রেনের ভেতরে যাত্রীর ব্যাগে আগুন জ্বলতে দেখা গেছে।
এদিকে বিস্ফোরণের পর স্টেশনটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের অন্য স্টেশন ব্যবহারের অনুরোধ জানিয়েছে কৃর্তপক্ষ।
ঘটনার খবর পেয়ে জরুরি ব্যবস্থাপনা কর্মীরা ছুটে গেছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পৌঁছেছে। তারা এরইমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি বিস্ফোরণের ধরন।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
জেডএস