ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি নারীর সাজা মাফ করলেন বাদশাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১
সৌদি নারীর সাজা মাফ করলেন বাদশাহ

ঢাকা: সৌদি আরবে গাড়ি চালানোর অপরাধে কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত এক নারীর অপরাধ মওকুফ করেছেন বাদশাহ আবদুল্লাহ। সংবাদ সংস্থা এপিকে নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এ তথ্য জানান ।



জানা যায়, ঐ নারীর নাম সিমা, তাকে গাড়ি চালানোর  অপরাধে জুলাই মাসে জেদ্দা থেকে গ্রেফতার করা হয় । সেদেশের এক আদালত গাড়ি চালানোর অপরাধে তাকে ১০ দোররা মারার আদেশ দেন।

রিপোর্টে আরো বলা হয়, একই ধরনের অপরাধের জন্য আরো দুই নারীকে এ বছরের শেষ দিকে একই ধরণের সাজা দেওয়ার কথা রয়েছে ।

২০১৫ সালে সৌদি আরবের নারীরা প্রথম ভোট দিতে পারবেন ঘোষণার দুইদিন পরই  এ শাস্তির আদেশ দেওয়া হয়  ।

একজন সৌদি রাজকুমারী এ ব্যাপারে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‌`সিমার সাজা মওকুফ করার  জন্য আমাদের প্রিয় বাদশাহকে ধন্যবাদ । ’

তিনি আরো বলেন ,আমি নিশ্চিত যে সৌদি আরবের  সকল নারী এ খবরে  খুশি হবেন ।

উল্লেখ্য, ২০০৫ সালে ক্ষমতায় যাওয়ার পর থেকেই বাদশাহ আবদুল্লাহ নারীদের অধিকার আদায়ের বিষয়ে বিশেষ ভূমিকা পালন করছেন ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৫ ঘন্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।