ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ার কাছে লুকিয়ে আছে গাদ্দাফি: এনটিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১
আলজেরিয়ার কাছে লুকিয়ে আছে গাদ্দাফি: এনটিসি

সিরত: লিবীয় নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি আলজেরিয়ার কাছাকাছি কোথাও আছেন বলে বিশ্বাস করে এনটিসি। গাদ্দাফি আলজেরিয়ার কাছে মরুভূমিতে তার বিশ্বাসভাজন যাযাবরদের কাছে লুকিয়ে আছেন বলেও এনটিসি ধারনা করছে।



গাদ্দাফিপন্থীদের চোরগোপ্তা হামলা এবং কামানের গোলার আঘাতে লিবিয়ার বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) এখন সিরতের সম্পূর্ণ নিয়ন্ত্রন নিজেদের হাতে তুলে নিতে পারেনি। দুই সপ্তাহ ধরে গাদ্দাফি অনুগতদের সঙ্গে বিদ্রোহী বাহিনীর যুদ্ধ হচ্ছে সিরতে।

সিরতের পূর্ণ দখল নিতে বিদ্রোহীরা রকেট এবং ট্যাংক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ন্যাটোর বিমান হামলাও অব্যাহত আছে।

এনটিসি সেনাবহিনীর এক মুখপাত্র হিশাম বুহাগির বলেন, ‘গাদ্দাফি নিজে খুব সম্ভবত আলজেরিয়া সীমান্তের কাছে তুয়ারেগ আদিবাসীগোষ্ঠির কাছে আশ্রয় নিয়ে আছেন। ’

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।