ওয়াশিংটন: আফগানিস্তানে মার্কিন দূতাবাসে হামলার জন্য দায়ী হাক্কানি নেটওয়ার্ক। এটি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং এদের ব্যাপারে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন এই হাক্কানি নেটওয়ার্ক। কাবুলের মার্কিন দূতাবাসে হামলার জন্য তারাই দায়ী বলে দাবি করছে মার্কিন কর্তৃপক্ষ।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ কামাল আমরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হাক্কানি নেটওয়ার্ককে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে সকল প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি। আমরা এই নেটওয়ার্কের প্রথম সারির নেতাদের চিহ্নিত করে ফেলেছি। এরা সবাই ওই বর্হিদেশীয় সন্ত্রাসী সংগঠনের ছত্র-ছায়ায় কাজ করছে। ’
তিনি আরও বলেন, ‘আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। এমনকি যেসকল দেশ (পাকিস্তানের মতো) সন্ত্রাসীদের জন্য নিরাপদ সেবিষয়েও পদক্ষেপ নেবো। আমরা পাকিস্তানের সঙ্গে মিলিতভাবে এই নেটওয়ার্কের শেকড় উৎপাটন করার জন্য কাজ করবো। যাতে তারা পাকিস্তান, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র বা অন্য কোথাও হামলা চালাতে না পারে। ’
হাক্কানি নেটওয়ার্ককে পৃষ্ঠপোষকতার জন্য যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন সরাসরি পাকিস্তানকে দায়ী করেছেন। তার মতে, হাক্কানি নেটওয়ার্কের পেছনে কাজ করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।
যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১