ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

একে-৪৭ রাইফেল কিনবে না রুশ সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১
একে-৪৭ রাইফেল কিনবে না রুশ সেনাবাহিনী

মস্কো: মিখাইল কালাশনিকভের নির্মিত একে-৪৭ রাইফেল আর ক্রয় করবে না বলে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। চলতি বছরে রাশিয়ার সেনাবাহিনী একটিও কালাশনিকভ রাইফেল কেনেনি।



১৯৪৭ সালে এই রাইফেলটি নির্মিত হয়। এরপর থেকেই বিভিন্ন যুদ্ধে ব্যবহারের ব্যাপকতা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে অল্পদিনেই জনপ্রিয়তা লাভ করে রাইফেলটি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে রাশিয়ার সংবাদপত্র জেভেসিয়া জানায়, সেনাবহিনীর গুদাম কালাশনিকভ রাইফেলে ভর্তি।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ রুসলাম পুকভ বলেন, বিশাল সংখ্যক এই অস্ত্রের মজুদ শুরু হয়েছিল মূলত শীতল যুদ্ধের সময় থেকে। কালাশনিকভ রাইফেলগুলো ১৯৯০ সালেই সেকেলে হয়ে গেছে। রাশিয়ার সেনাবাহিনীর এখন হালকা অস্ত্র দরকার। কিন্তু কালাশনিকভ আদতে খুব ভারি অস্ত্র।

জেভেসিয়ার মতে, কালাশনিকভ রাইফেলের জনক ৯১ বছর বয়সী মিখাইল কারাসনিকভ এখনও জানেন না যে, তারই উদ্ভাবিত অস্ত্র ব্যবহার উপযোগিতা হারিয়েছে রাশিয়ার সেনাবাহিনীর কাছে।

যদিও সারাবিশ্বেই গেরিলা এবং বিদ্রোহীদের পছন্দের তালিকায় প্রথম অস্ত্রটির নাম কালাশনিকভ (একে-৪৭)।

মোজাম্বিক এবং জিম্বাবুয়েতে ব্যাপক হারে ব্যবহার হয় এই রাইফেলটি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।