ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইন: বিক্ষোভকারীদের চিকিৎসা দেওয়ায় চিকিৎসকদের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেক্স | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১
বাহরাইন: বিক্ষোভকারীদের চিকিৎসা দেওয়ায় চিকিৎসকদের কারাদণ্ড

মানামা: সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ২০ জন চিকিৎসককে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের সামরিক আদালত।

অপর একটি মামলায় বিশেষ নিরাপত্তা আদালত, এক পুলিশকে হত্যার দায়ে একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।



অধিকারের আদায়ের দাবিতে সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগোষ্ঠীর লোকেরা বিক্ষোভ করলে সুন্নি সরকারের দমনমূলক ব্যবস্থায় আহত হন অনেকে। দণ্ডিত ওই চিকিৎসকরা ওই আহতদের চিকিৎসা দিয়েছিলেন।

সরকার বিরোধী আন্দোলন এবং গোষ্ঠীগত দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ ওই চিকিৎসক এবং নার্সদের ৫ থেকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাইরাইনের মানবাধিকার কর্মীরা আদালতের এই রায়ের নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, ওই ডাক্তার ও নার্সরা শুধু দায়িত্ব পালন করেছেন।

গত ফেব্রুয়ারি থেকেই শাসন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছে বাইরাইনের জনগণ, বিশেষ করে শিয়া সম্প্রদায়। কিন্তু পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলো থেকে সৈন্য এনে সরকার বিক্ষোভ দমনের চেষ্টা করছে।

বুধবার দেশটির সামরিক আদালত ৮ শিয়া বিক্ষোভকারীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। একই আদালত অন্য ১৫ জন বিক্ষোভকারীকে ১৫ বছরেরও ওপর কারাদণ্ড বহাল রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।