জাকার্তা: ইন্দোনেশিয়ার একটি ছোট বিমান দেশটির রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে। বিমানের ১৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বামবাং এরভান জানান, দি কাসা-২১২ নামের ওই বিমানটি উত্তর সুমাত্রা এবং আচেহ প্রদেশের মধ্যবর্তী রুটে অর্ধেক পথে গেলে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, বাহোরোক গ্রামের বাসিন্দারা জানান, তিনজন ক্রু এবং ১৫ জন যাত্রীসহ ওই বিমানটি বিধ্বস্ত হয়।
২০ কোটি ৪০ লাখেরও বেশি অধিবাসী অধ্যুষিত ইন্দোনেশিয়া একটি দ্বীপরাষ্ট্র। দ্বীপরাষ্ট্রটিতে সাম্প্রতিক সময়ে ফেরি ডুবি, ট্রেন ও নৌ দুর্ঘটনা বেড়ে গিয়েছে।
অতিরিক্ত যাত্রী নেওয়া এবং অব্যস্থাপনার কারণেই এমনটি ঘটছে বলে অনেকে মনে করছেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১