ওয়াশিংটন: উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চলতি বছরে সবচে বেশি অস্ত্র কিনেছে ভারত। দেশটি এবছর অস্ত্র কেনা বাবদ ব্যয় করেছে ৫৮০ কোটি মার্কিন ডলার।
একই সঙ্গে এ বছর অস্ত্র কেনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান, দেশটি এ বাবদ ব্যয় করেছে ২৭০ কোটি মার্কিন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব ও পাকিস্তান।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে অস্ত্র বিক্রির ক্ষেত্রে এযাবত রাশিয়ার একক কর্তৃত্ব থাকলেও ইদানীং দিল্লি অস্ত্র সরবরাহের বাজারে বৈচিত্র আনছে। উচ্চ প্রযুক্তির অস্ত্র পেতে তারা যুক্তরাষ্ট্রসহ ইসরায়েল ও ফ্রান্সের বাজারের দিকে ঝুঁকছে।
অপর দিকে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে অস্ত্র বিক্রি চুক্তির ক্ষেত্রে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। বিক্রিতে চুক্তিবদ্ধ হওয়া মোট অস্ত্রের অর্থমূল্য দাঁড়ায় ৭৮০ কোটি ডলার। আর এ বাণিজ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।
২০১০ সালে রাশিয়া ভারতের কাছে ১৫০ কোটি ডলার মূল্যমানের ২৯টি মিগ-২৯কে জঙ্গি বিমান বিক্রি করেছে। রাশিয়ার কাছ থেকে আলজেরিয়া কিনেছে ১৬টি সিউ-৩০ এমকেআ১ এবং উগান্ডা কিনেছে এমকে২ মডেলের ৬টি জঙ্গি বিমান যার মোট অর্থ মূল্য দাঁড়ায় ১২০ কোটি ডলার।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১