ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির ছেলের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১
গাদ্দাফির ছেলের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা

প্যারিস: পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোল লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সংস্থাটির অভিযোগ, গাদ্দাফিপুত্র আল সাদি লিবিয়ার ফুটবল ফেডারেশনের প্রধান থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন।


 
লিবিয়ার বিদ্রোহীরা বলছে, সাদি পার্শ্ববর্তী দেশ নাইজারে আছেন।

ইন্টারপোল এক বিবৃতিতে বৃহস্পতিবার জানায়, লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এসটিসি) অনুরোধে আল সাদির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়েছে।

এনটিসির অভিযোগ, লিবিয়ার ফুটবল ফেডারেশনের প্রধান থাকাকালে সাদি শক্তি প্রয়োগ এবং সেনা সহায়তায় সম্পদের অপব্যবহার করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা,সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।