ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরতে বিমানবন্দরের দখল নিয়েছে এনটিসি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১
সিরতে বিমানবন্দরের দখল নিয়েছে এনটিসি সেনারা

ত্রিপোলি: লিবিয়ার জাতীয় অর্ন্তবর্তীকালীন পরিষদের (এনটিসি) যোদ্ধারা বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সিরতের বিমানবন্দরের দখল নিয়েছে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদদাতা জানান, বিজয়ী যোদ্ধাদের টার্মিনাল ভবনের ধসে পড়া একাংশ দিয়ে বিজয় উল্লাস করতে করতে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।



দুই সপ্তাহ আগে এনটিসি যোদ্ধারা শহরের কেন্দ্র থেকে মাত্র ৫ কিলোসিটার দূরের ওই বিমানবন্দর দখলে নিয়েছিল।   কিন্তু গাদ্দাফি অনুগত সেনাদের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়।

এনটিসি অনুগত সেনারা সম্প্রতি সিরতে সমুদ্র বন্দরেরও দখল নিয়েছে। এখানে গাদ্দাফির অনুগত সেনা ও তাদের অস্ত্রগুদাম লক্ষ্য করে ন্যাটো বিমান হামলা অব্যাহত রেখেছে।

সিরতে এবং বনি ওয়ালিদ গাদ্দাফি অনুগত সেনাদের দখলে থাকা সর্বশেষ শহর। সাম্প্রতিক দিনগুলোতে এই দুটি শহরে এনটিসি এবং গাদ্দাফি অনুগত সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।