ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১
প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র পাঠাল চীন

বেইজিং: চীনের প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র বহনকারী রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। বৃহস্পতিবার তিয়াংগং-১ নামে ওই গবেষণা কেন্দ্রটি নিয়ে দেশটির উত্তর অঞ্চল থেকে রকেটটি মহাকাশে যাত্রা করে।


 
চীনের গোবি মরুভূমিতে জিকুয়ান মহাকাশ বন্দর থেকে স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

১০ দশমিক ৫ মিটার দীর্ঘ সিলিন্ডার আকৃতির এই মডিউলটি মানুষবিহীন। তবে পরের বছর দেশটির মহাকাশচারী ওই গবেষণা কেন্দ্রটি পরিদর্শনে যাবেন।

চীনা ভাষায় তিয়াংগং শব্দের অর্থ ‘স্বর্গের প্রাসাদ’।

এই মডিউলটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, আর একে পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন আরেকটি মানববিহীন মহাকাশ যান পাঠাবে। শেনঝু-৮ নামের ওই মহাকাশ যানটি আগেরটির সঙ্গে মিলিত হবে।

এই দশকের শেষ নাগাদ একটি পূর্ণাঙ্গ মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা করেছে চীন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।