ইসলামাবাদ: পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই’র সঙ্গে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সম্পর্ক রয়েছে- যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আরও বেশি কিছু করার জন্য কেউ পাকিস্তানকে চাপ দিতে পারে না বলেও জানিয়ে দিয়েছেন গিলানি।
বৃহস্পতিবার দেশটির রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর সঙ্গে এক বিরল বৈঠকে গিলানি আরও বলেন, ‘দুটি দেশের সম্পর্ক অবশ্যই পরস্পরের শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে। ’
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আরও বেশি কিছু করতে পাকিস্তানকে চাপ দেওয়া যাবে না। যেকোন অবস্থাতে আমাদের জাতীয় স্বার্থকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ’
গত ২ মে অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়া এবং সর্বশেষ আফগানিস্তানে মার্কিন দূতাবাস ও সিআইএ স্টেশনে হাক্কানি নেটওয়ার্কের হামলার পর পাক-মার্কিন সম্পর্কের ভয়াবহ অবনতি হয়েছে।
জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আইএসআই’র যোগাযোগ আছে- সেনা প্রধান অ্যাডমিরাল মাইক মুলেনসহ মার্কিন সেনা কর্মকর্তারা এমন অভিযোগ করছেন। পাকিস্তান বারবার এ অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাষ্ট্র তাতে কর্ণপাত না করে বরং হাক্কানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দিচ্ছে।
এই অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দেশের সব রাজনৈতিক ও ধর্মীয় দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী গিলানি।
আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার বিষয়ে পাকিস্তানের তরফ থেকে নেওয়া পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ে দূতাবাস ও সিআইএ স্টেশনে হামলার বিষয়ে গিলানি বলেন, ‘এই সব ঘটনার আলোকে যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্যিই বিস্ময়কর। এটা সন্ত্রাসবাদ এবং চরমপন্থা মোকাবেলায় পাকিস্তানের আত্মত্যাগ এবং সফলতার সঙ্গে বৈরিত্যপূর্ণ। ’
সর্বস্তরে ইতিবাচক ও গভীরভাবে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করা করা যায় উল্লেখ করে গিলানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব ঘোচানোর জন্য পাকিস্তানের তরফ থেকে আলোচনার সব দরজা খোলা আছে। ’
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১