ওয়াশিংটন: সিরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডের ওপর হামলার ঘটনাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
এছাড়াও তিনি সিরিয়া কর্তৃপক্ষকে সে দেশে বিদেশী কূটনীতিবিদদের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
ফোর্ড যখন বিরোধী দলের সঙ্গে আলোচনা করছিলেন তখন সিরিয়ান জনতা তাকে উদ্দেশ্য করে ডিম এবং টমেটো নিক্ষেপ করে।
প্রবীন রাজনীতিবিদ হাসান আব্দুল আজিম বলেছেন, ফোর্ড তার অফিসে পৌঁছা মাত্রই প্রায় ১০০ বিক্ষোভকারীরা তার অফিসে প্রবেশের চেষ্টা করে এমনকি তাকে ঘিরে ফেলে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতা মার্কিন রাষ্ট্রদূতের কয়েকটি গাড়ি ভাংচুর করে কিন্তু ফোর্ডের কোনো ক্ষতি হয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এ হামলাকে ‘অতর্কিত’ বলে অভিহিত করে কঠোর সমালোচনা করেন। তিনি মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডের সাহসের জন্য প্রশংসা করেন।
জুলাই মাসে ফ্রান্সের প্রতিনিধির সঙ্গে সিরিয়ার মার্কিন রাষ্ট্রদূত ফোর্ডের হামা শহর পরিদর্শনের ঘটনার পর থেকে দামেস্কের জনগণ তার প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১