ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিতর্কিত বাঁধ প্রকল্প বাতিল হলো মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১
বিতর্কিত বাঁধ প্রকল্প বাতিল হলো মিয়ানমারে

নাইপাঈদো: ব্যাপক জনবিক্ষোভের মুখে মিয়ানমারের নতুন সেনাসমর্থিত সরকার বাতিল করলো বিতর্কিত বাঁধ প্রকল্প।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী এবং পরিবেশবাদী কর্মীরা নতুন এই সরকারের সময়ে এই আন্দোলন করলো।



প্রেসিডেন্ট থেইন সেইন রাজধানী নাইপাঈদোতে আইনপ্রনেতাদের বলেন, ‘চীনা সহায়তায় ইরাবতী নদীর ওপর নির্মিত মাঈটসোন বাঁধের কাজ এই সরকারের আমলে বন্ধ করা হলো। ’

প্রেসিডেন্ট এই বাঁধ নির্মান বন্ধের আদেশ দিয়েছেন কারণ বর্তমান সরকার জনসমর্থন নিয়ে সরকার ক্ষমতায় এসেছে। আর তাই জনগণের আশা-আকাঙ্খার প্রতি সম্মতি জ্ঞাপন করে বাঁধের কাজ বন্ধ করা হয়েছে বলে জানানো হয় প্রেসিডেন্টের নিকটবর্তী সূত্র থেকে।

এদিকে পরিবেশবাদীরা বরছে, এই বাঁধ হলে  কয়েক ডজন গ্রামের ক্ষতি হবে। প্রায় দশ হাজার মানুষ বাস্তুচ্যুত হবে।

গত সপ্তাহে বাঁধ বিরোধী আন্দোলন থেকে একজন কর্মীতে গ্রেপ্তার করে মিয়ানমার পুলিশ। এসময় ওই কর্মীটি চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলো। এছাড়াও আন্দোলন থেকে রাজবন্দীদের মুক্তি দেওয়ার বিষয়েও দাবি তোলা হয়।

মিয়ানমারে সরকার বিরোধী র‌্যালী বা প্রতিবাদ সভা করা এতোদিন নিষিদ্ধ ছিল। ১৯৮৮ সালে এবং ২০০৭ সালে দুইটি প্রতিবাদ সভায় তৎকালীন সামরিক জান্তা সরকার নির্বিচারে মানুষ হত্যা করেছিল।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।