ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হারিকেনে রূপ নিচ্ছে মৌসুমি ঝড় ‘অফিলিয়া’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
হারিকেনে রূপ নিচ্ছে মৌসুমি ঝড় ‘অফিলিয়া’ উপগ্রহ চিত্রে ‘অফিলিয়া’র গতিবিধি

আটলান্টিকে সৃষ্ট মৌসুমি ঝড় ‘অফিলিয়া’ ধীরে ধীরে হারিকেনে রূপ নিচ্ছে। ‘অফিলিয়া’ এ মৌসুমে আটলান্টিকে সৃষ্ট ১৫তম সামুদ্রিক ঝড়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ঝড়টির বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৮৫ কিলোমিটার। বুধবার (১১ অক্টোবর) নাগাদ ঝড়টি হারিকেনে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার।

শেষ খবর পর্যন্ত ঝড়টি আজোরেস থেকে এক হাজার ২০৭ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো।

তবে ঝড়টির গতিবিধি দেখে হারিকেন সেন্টার জানিয়েছে, এটি ভূখণ্ডের জন্য ক্ষতির কারণ নাও হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।