রোববার (২২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
সিন্ধু প্রদেশের আইনশৃঙ্খলা বাহিনীর একজন মুখপাত্র মেজর কামবার রাজা বলেছেন, সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনী (পাকিস্তান রেঞ্জার্স) ও কাউন্টার টেরোরিজম সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায়।
নিহতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার-উল-শরিয়া’র সদস্য বলে উল্লেখ করা হয়েছে। এই জঙ্গিগোষ্ঠীর সদস্যরা বিশিষ্ট নাগরিকদের হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়।
চলতি বছরের জুলাইয়ে প্রকাশিত সন্ত্রাসবাদের ওপর যুক্তরাষ্ট্রের বার্ষিক এক প্রতিবেদনের কথা উল্লেখ করে দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলেছে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে অন্য দেশে হামলা চালাচ্ছে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, আফগান তালিবান ও হাক্কানি সংগঠন।
এছাড়া দেশটির অভ্যন্তরীণ জঙ্গিরা তো রয়েছেই। আইএসসহ দেশটিতে ছোট বড় আরও অনেক জঙ্গি সংগঠন কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আইএ