ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতশাসিত কাশ্মিরে মা-মেয়েসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
ভারতশাসিত কাশ্মিরে মা-মেয়েসহ নিহত ৩

শ্রীনগর: ভারতশাসিত কাশ্মিরে মা-মেয়েসহ তিন জনকে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। পুলিশ সোমবার একটি  বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।



ওই বিবৃতিতে আরও বলা হয়, চার জন মুখোশধারী জঙ্গি রোববার রাতে কুলগান জেলার একটি বাড়িতে ঢুকে একজন মা (৪০) ও তার মেয়েকে গুলে করে হত্যা করে। এ ঘটনার পর সাধারণ মানুষ ােভে ফেটে পড়ে।

পুলিশ জানায়, পার্শ্ববর্তী পুলওয়ামা জেলায় সন্দেহভাজন জঙ্গিরা প্রায় একই সময়ে একজন সরকারি চাকরিজীবীকে গুলি করেছে।

ভারতীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাই জঙ্গিদের লক্ষ্য। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে এই সন্দেহে জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়।

ভারতশাসিত কাশ্মিরে ১৯৮৯ সাল থেকে মুসলিম বিদ্রোহীদের উত্থান ঘটে। সরকারি হিসাব মতে, এ পর্যন্ত সংঘর্ষে সেখানে ৪৭ হাজার মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।