ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে টাইফুনে প্রাণহানি বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ভিয়েতনামে টাইফুনে প্রাণহানি বেড়ে ৪৯ ভিয়েতনামে টাইফুনে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে টাইফুন ‘ডামরি’র আঘাতে প্রাণহানি বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন।

গত শনিবার (০৪ নভেম্বর) দেশটির কান হোয়া প্রদেশের নিয়া চ্যাং শহরে টাইফুনটি আঘাত হানে। নিহতদের অধিকাংশই কান হোয়া প্রদেশের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, টাইফুনের আঘাতে প্রায় দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হাজারেরও বেশি ঘরবাড়ি। টানা বর্ষণে বন্যায় রাস্তাঘাট ডুবে মধ্যাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোথাও কোথাও যানজট দেখা দিয়েছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে ইউনেস্কো ঘোষিত ঐতিহাসিক শহর হোয়া আন। যেখানে প্রতি বছর অন্তত ১০ লাখ পর্যটক পরিদর্শনে আসেন। এলাকাটি বর্তমানে ১.৫ মিটার পানির নিচে তলিয়ে রয়েছে।

এদিকে সোমবার (০৬ নভেম্বর) থেকে ভিয়েতনামে মধ্যাঞ্চলের ডানাংয়ে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় সব নেতার যোগ দেওয়ার কথা রয়েছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে পূর্ব নির্ধারিত শিডউল ঠিক রাখা কষ্টসাধ্য হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

অন্যদিকে অ্যাপেক সম্মেলন ঘিরে টাইফুন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সেনা তলব করা হয়েছে। উপকূলীয় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।