ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ন্যাটোর ২২ তেলট্যাংকার জ্বালিয়ে দিয়েছে জঙ্গিগোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
পাকিস্তানে ন্যাটোর ২২ তেলট্যাংকার জ্বালিয়ে দিয়েছে জঙ্গিগোষ্ঠী

ইসলামাবাদ: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটা-র কাছে বুধবার সকালে ন্যাটোর ২২টি তেলট্যাংকার জ্বালিয়ে দিয়েছে জঙ্গিগোষ্ঠী। খবর- আইএএনএস-র।



খবরে বলা হয়, বুধবার সকাল ৬টার দিকে ন্যাটোর ৪০টি তেলবাহী ট্যাংকার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল শহর কোয়েটার কাছে পৌঁছায়। এ সময় মোটরসাইকেল আরোহী কয়েক সশস্ত্র ব্যক্তি তেলট্যাংকার লক্ষ্য করে গুলি চালায়। এতে করে ২২টি তেলট্যাংকার আগুনে ভস্মীভূত হয়।

হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোয়েটা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।