উপকূলীয় শহর দানাংয়ে এই সম্মেলনে বাণিজ্য উন্নয়ন প্রধান এজেন্ডা হিসেবে রয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নিশ্চিত করে কিছু বলেননি। অস্পষ্ট রেখে তিনি জানান, বিষয়টি এখনও বিবেচনাধীন।
অবশ্য ইতোপূর্বে ট্রাম্প বলেছিলেন, এশিয়া সফরে আমার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে।
এর আগে চলতি বছরের জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলনে দুই নেতার বৈঠক হয়।
প্রায় ১১ দিনের এশিয়া সফরে পাঁচ দেশ ভ্রমণ করছেন ট্রাম্প। চীন থেকে যাচ্ছেন ভিয়েতনামে। সেখান থেকে ফিলিপাইন হয়ে ফিরবেন দেশে।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আইএ